Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

Bangladesh Police এর সকল অফিসারদের

Bangladesh Police এর সকল অফিসারদের মোবাইল নাম্বার একটি মাত্র Android Software এ. আমরা পথ চলতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুবিধার সম্মূখীন হই। কারনে অকারনে এসব বিপদে সব সময় নিজের সামর্থে সমাধান করা সম্ভব হয় না। আর দেশের প্রচলিত আইনে আপনার সব সমস্যা সমাধান করার বিধানও নেই। রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আইনগত ভাবে জনগনের বিপদে সাহায্য করার জন্য রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। আর পুলিশকে দ্রুত সংবাদ দিতে হলে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো পুলিশ অফিসারদের মোবাইল নাম্বার। আর সেই প্রয়োজনের কথা বিবেচনা করে বাংলাদেশের সকল ইন্সপেক্টর (ওসি) হইতে আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) পদমর্যাদার এবং বাংলাদেশের সকল থানায় সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত ডিউটি অফিসারদের ব্যবহৃত সরকারী নাম্বার সমূহ নিয়ে এই Software টি তৈরি করা। আশা করি আপনাদের অনাকাঙ্খিত বিপদে নম্বরসমূহ কাজে আসবে। নিম্নলিখিত সংবাদ পুলিশ কে জানাতে Software টি ব্যবহার করুন ঃ- ১। কোন দূর্ঘটনার সংবাদ ২। কোন অপমৃত্যু সংবাদ ৩। অগ্নিকান্ডের সংবাদ ৪। বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতির সংবাদ ৫। কোন পলাতক/ফেরারী অপরাধীদের অবস্থান জানাতে ৬। মাদকদ্রব্য সম্পর্কে তথ্য ৭। অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য ৮। দাংগা হাংগামা সংঘটনের সংবাদ বিঃ দ্রঃ- অহেতুক বা প্রয়োজন ব্যতীত এই Software এ ব্যবহৃত নাম্বার গুলোতে ফোন করিবেন না।

To be informed of the latest articles, subscribe:
Top